চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের স্বজনদের পাশে ওবায়দুল কাদের

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ইউএস বাংলার ক্যাপ্টেন আবিদ, কো-পাইলট পৃথুলা রশিদ, শশী রেজা ও শাহিনা তানজিম দম্পতির পরিবারের  সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকাল ৩ টার পর একে একে তিনি পৃথুলার মিরপুর ডিউএইচএস, আবিদের উত্তরা এবং মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে গিয়ে শশী রেজা ও শাহিনা তানজিম দম্পতির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এসময় নিহত স্বজনদের কান্নায় থমথমে, আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়।

সকল পরিবারের সদস্যদের প্রতি জানাতে গিয়ে কাদের বলেন: আপনাদের পাশে সারাদেশ রয়েছে। ভেঙে পড়বেন না। আমাদের নেত্রী শেখ হাসিনা নেপালের পরিস্থিতির সর্বোক্ষণিক খোঁজ খবর রাখছেন। আপনারা যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে আপনারা নিজেদের একা ভাববেন না। সরকার ও আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এবং সারা দেশ আপনাদের পাশে রয়েছে।

ক্যাপ্টেন আবিদের ছেলের মাথায় হাত রেখে সান্তনা দিচ্ছেন ওবায়দুল কাদের

দ্রুত সময়ের মধ্যে স্বজনদের লাশ পাওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন,‘আমাদের প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠক করছেন, আন্তরিকতার কোন ঘাটতি নেই। এখানে ডিএনএ টেস্টের প্রয়োজন পড়তে পারে।’

তবে আপনাদের আশ্বস্ত করছি সম্ভব্য দ্রুত সময়ের মধ্যে আপনাদের স্বজনদের লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে।