চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উড়ন্ত শুরু দিয়ে ফিরলেন সৌম্য

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ওভালে ব্যাটিংয়ে নেমে টাইগারদের শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে সাত ওভারেই তুলে ফেলেন ৫০ রান!

বাংলাদেশ- ৮৩/২ (১৩)

ম্যাচের দুদিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন তামিম। ঝুঁকি ছিল প্রোটিয়াদের বিপক্ষে মাঠে না নামার। শঙ্কা কাটিয়ে আসল যুদ্ধে ঠিকই নেমে পড়েছেন দেশসেরা ওপেনার।

ব্যাটিংয়ে নামলেও শুরুতে অস্বস্তি দেখা গেছে তামিমের ব্যাটে। অন্যপ্রান্তে সৌম্য ছিলেন বেশ সপ্রতিভ। প্রথম তিন ওভারে খোলসে ঢুকে থাকলেও পরে হাত খুলেছেন। এর মধ্যে লুনগি এনগিডির দুই ওভারে হাঁকিয়েছেন টানা দুটি করে চার।

সঙ্গীকে হাত খুলতে দেখে তামিমও শুরু করেছিলেন। কিন্তু আন্দিলে ফেলুকোয়ওর প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ সাজঘরে ফিরতে হয় তাকে। থামে ২৯ বলে ১৬ রানের ইনিংস।

সৌম্য তার কিছুপরই ফিরেছেন। বাউন্সারে পরাস্ত হয়ে। মরিসের বলে হুক করতে যেয়ে ব্যাটের পেছনে গ্লাভস ছুঁয়ে ক্যাচ ওঠে, ডি কক অসাধারণভাবে ডাইভ দিয়ে সেটি তালুবন্দী করেন। থামে ৯ চারে ৩০ বলে ৪২ রানের ঝলমলে ইনিংসটি।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম সেখান থেকে ইনিংস মেরামত শুরু করেছেন।