চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উৎসবের নাম ‘গরু দৌড় প্রতিযোগিতা’

পৌষের শেষ ও মাঘের শুরুতে ফরিদপুরে নদীভাঙ্গন কবলিত চরাঞ্চলের মানুষের বিনোদনের মাধ্যম গরু দৌড় প্রতিযোগিতা। জেলার চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুরের চরবাসি আয়োজন করে গরু দৌড় প্রতিযোগিতার। যা আঞ্চলিক ভাষায় সাকরানি উৎসব নামে পরিচিত।

ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। সারাবছর কৃষিকাজে ব্যস্ত থাকলেও পৌষ মাসের শেষে তাদের একমাত্র বিনোদন গরু দৌড় প্রতিযোগিতা। প্রাচীন এই বিনোদন কিছুদিন বন্ধ থাকলেও আবারও এলাকাবাসি চালু করেছে গ্রামীন এই পর্ব।

চরবাসি লাঠিসোটা, জাতীয় পতাকা, ফুলের মালা নিয়ে নানা স্লোগান ও হইহল্লা করে প্রতিযোগিতার মাঠে নিয়ে আসেন গরু। সবার অংশগ্রহণমূলক তহবিলে কেনা হয় পুরস্কার।

সাকরানি উৎসবের আয়োজক ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের, চরভদ্রাসনের চেয়ারম্যান আমির খান বলেন: গ্রাম বাংলার এই গরু দৌড় প্রতিযাগীতা বিলুপ্তির পথে ছিলো। বর্তমানে আমাদের চর হরিরামপুর বিগত তিন বছর যাবত এই গ্রাম বাংলার ঐতিহ্য পুনরায় চালু করেছে।

সাকরানি উৎসবকে ঘিরে চরহরিরামপুরসহ আশপাশের গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ে আনন্দ উৎসব।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: