চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি সনদ দেয়া হবে

বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করেছে সরকার। এ বোর্ডের আওতায় সরকারী নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে এ শিক্ষা কার্যক্রম। এই বোর্ডের আওতায় এসএসসি এবং এইচএসসি মানের সনদ দেয়া হবে।

বর্তমানে শিশু ও বয়স্কদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান। যা মূলত: অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নামে পরিচিত। এই শিক্ষা প্রক্রিয়াকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে গঠন করা হয়েছে উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড।

১৪ থেকে ৪৫ বছর বয়সী যে কেউ এ বোর্ডের মাধ্যমে নির্ধারিত সিলেবাস সম্পন্ন করে এসএসসি এবং এইচএসসি সমমানের সার্টিফিকেট পাওয়া সম্ভব হবে।

অর্থের অভাবে বা অর্থ উপার্জনের কাজে সম্পৃক্ত হওয়ার কারণে যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারেনি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়েছে তাদের জন্য কাজ করবে বিশেষ এ শিক্ষা বোর্ড।

প্রাথমিকভাবে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে এ বিশেষ শিক্ষা বোর্ডের কার্যক্রম পরিচালিত হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: