চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস সবার জন্য উন্মুক্ত

সবার জন্য উন্মুক্ত করা হয়েছে পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস। ‘প্রোপার্টিজ অব এক্সপান্ডিং ইউনিভার্সেস’ শিরোনামের এই থিসিসটি ডাউনলোড করা যাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। ১৯৬৬ সালে এই থিসিস পেপারটি সম্পন্ন করেন তিনি।

মূলত আপেক্ষিকতা তত্ত্ব এবং কৃষ্ণ গহ্বর সংক্রান্ত বিভিন্ন গবেষণার জন্য বিখ্যাত স্টিফেন হকিং। তাঁর এই থিসিসটি যখন সম্পন্ন করা হয়েছে, তখন তাঁর বয়স ছিল ২৪ বছর।

উন্মুক্ত করার আগ পর্যন্ত ১৩৪ পৃষ্ঠার এই থিসিসটির ডিজিটাল কপি পেতে খরচ করতে হতো ৮৫ ডলার অথবা সরাসরি যাওয়ার প্রয়োজন পড়ত লাইব্রেরিতে।

থিসিসটি উন্মুক্ত করার পর থেকে কয়েক লক্ষবার ডাউনলোড করা হয়েছে। আর এই বিপুল পরিমাণ ভিজিটরের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এরই মধ্যে একবার ওয়েবসাইট ক্রাশ করার ঘটনাও ঘটেছে।