চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উদ্বোধনী জুটিতে বিশ্ব রের্কড

খুলনা টেস্টে ক্রিকেট ইতিহাসের ৫৫ বছরের রের্কড ভেঙ্গে নতুন মাইলফলকের জন্ম দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।

তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন তারা। ৩১২ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তামিম-ইমরুল জুটি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইংলিশ ব্যাটসম্যান কলিন কাউড্রে এবং জিওফ পুলার। ১৯৬০ সালে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা টেস্টে উদ্বোধনী জুটিতে তারা সর্বোচ্চ ২৯০ রানের রেকর্ড গড়েছিলেন।

টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডের সঙ্গেও অবশ্য বাংলাদেশের নাম আছে। তবে সেটা বাংলাদেশের বিপক্ষে।

টাইগারদের বিপক্ষে ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে ওপেনিং জুটিতে ৪১৫ রান করেছিলেন সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথ এবং নিল ম্যাকেঞ্জি। টেস্ট ম্যাচে যে কোনো ইনিংসে ওপেনিং জুটিতে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড।

বাংলাদেশের জন্য নেতিবাচক রেকর্ডটি ভেঙ্গে দেওয়া যেমন কঠিন হবে, তার চেয়েও বেশি কঠিন হতে পারে বাংলাদেশের পক্ষে তামিম এবং ইমরুলের করা তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসের মধ্যে সর্বোচ্চ ওপেনিং রানের পার্টনারশিপ।

টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ডের সঙ্গে বাংলাদেশের পক্ষে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও তামিম-ইমরুলের ৩১২ রান।