চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উত্তেজনার মধ্যেই দুই কোরিয়ার আলোচনার উদ্যোগ

চিরবৈরী প্রতিবেশি দুটি দেশ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাময় পরিস্থিতিতে দেশ দুটির শীর্ষ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউজ থেকে জানানো হয়, দেশ দুটির নেতৃবন্দের জ্যেষ্ঠ সহযোগীরা সাময়িক যুদ্ধবিরতি বলবৎ থাকা সীমান্তবর্তি গ্রাম পেনমুনজমে বৈঠকে বসবে। 

সাউথ কোরিয়া যদি সীমান্ত এলাকায় লাউডস্পিকারে সম্প্রচার বন্ধ না করে; তার বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলো নর্থ কোরিয়া।

এরআগে বৃহস্পতিবারে দুই দেশের মধ্যে গুলি পাল্টা গুলি ঘটনার প্রেক্ষিতে নর্থ কোরিয়া “অংশত যুদ্ধাবস্থা” ঘোষণা করেছিলো বলে রাষ্ট্রিয় গণমাধ্যম সুত্রে জানা যায়।