চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লাইসেন্স ছাড়াই ইন্টারনেট সেবা দিচ্ছিল তারা

আইএসপি প্রতিষ্ঠান সিলগালা

অবৈধভাবে ইন্টারনেট সেবা দেয়ায় রাজধানীর উত্তরার ৯ নম্বর সড়কে অবস্থিত ইরটেল সার্ভিসেস লিমিটেড নামক ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বন্ধ এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার সিলগালা করে দিয়েছে বিটিআরসি।

বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, কোনো প্রকার আইএসপি লাইসেন্স না থাকায় সংস্থার এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট উত্তরা-পূর্ব থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

আইএসপি লাইসেন্স না থাকায় গত ৩১ ডিসেম্বর বিটিআরসি’র এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর সিনিয়র সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান,সহকারী পরিচালক হাজ্জাজ হোসেন হেলাল, অভিরাম সাহা এবং উপ-সহকারী পরিচালক মো. রায়হান কবিরের সমন্বয়ে গঠিত পরিদর্শক দল রাজধানীর উত্তরা-পূর্ব থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

উক্ত প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকারীদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান হতে ইন্টারনেট সেবা নিতে বিটিআরসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।