চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উত্তরণ উদযাপন: মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। স্বীকৃতি লাভের যোগ্যতা অর্জনের এই আনন্দ নানান আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বিশেষ র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করছে এই ঐতিহাসিক সাফল্য।

১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ বেরিয়ে যাচ্ছে সেই তালিকা থেকে। উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা অর্জনে জাতিসংঘের এই স্বীকৃতির আনন্দে ভাসছে সারা দেশ

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।

র‌্যালি ও শোভাযাত্রা বের করেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই গৌরবকে উদযাপন করেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্য উদযাপনে শোভাযাত্রা করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

আনন্দ র‌্যালি ও মানববন্ধন করেছে রাজধানীর বিজিপ্রেস উচ্চ বিদ্যালয়সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

বিস্তারিত লায়লা নওশিনের ভিডিও রিপোর্টে: