চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

উইঘুরদের ওপর নজরদারিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’

চীন সরকার উইঘুরদের জনগোষ্ঠীর ওপর এমন এক সফটওয়ার দিয়ে নজরদারি পরীক্ষা চালাচ্ছে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে। এটি এমন এক ক্যামেরা যার মাধ্যমে ছবি দেখে মানসিক অবস্থা বোঝা যাবে উইঘুরদের।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার  বিবিসিকে বলেন, শিনজিয়াং প্রদেশের থানাগুলোতে অনুভূতি বুঝতে পারা ক্যামেরা বসানো হয়েছে। চীন সরকার বিভিন্ন গবেষণার জন্য উইঘুরদের ওপর তা ব্যবহার করছে।

জানা যায়, উইঘুর বন্দীদের থেকে তিন মিটার দূরে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। এটা অনেকটা লাই ডিটেক্টর (মিথ্যা শনাক্ত করা) যন্ত্রের মতো, তবে তার চেয়েও বেশি উন্নত।

চীনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পরিচালক সোফি রি রিচার্ডসন বলেন, এটি খুবই হতভম্ব করার মতো বিষয়। এটি মানুষকে শুধু নিছক কিছু ডেটায় পরিণত করছে। এই প্রযুক্তি এমন জনগোষ্ঠীর ওপর প্রয়োগ করা হচ্ছে, যারা এমনিতেই দমনমূলক পরিস্থিতে বাস করে।

এ বিষয়ে সরাসরি কোনো কিছু বলতে রাজি হয়নি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চীনের দূতাবাস। তবে তাদের দাবি, চীনে সব জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষিত রয়েছে।