চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদ। সেহিসেবে তাই শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো।যারা গ্রামে গিয়ে ঈদ করছেন না, তারা রাজধানীর বিভিন্ন শপিং মলসহ বিভিন্ন মার্কেটে পরিবারের জন্য কেনাকাটা শেষ করছেন। বাস-ট্রেন অনেকটা ফাঁকা থাকায অনেকে অবশ্য আজকেও ঢাকা ত্যাগ করছেন।

বৃহস্পতিবার থেকে চাঁদরাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত শপিংমলে ক্রেতাদের কেনাকাটা চলবে পুরোদামে। বিক্রেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর কেনাকেটায় তেমন ভোগান্তিতে পড়েননি ক্রেতারা।

বিভিন্ন ব্যস্ততার কারণে এখন পর্যন্ত যাদের ঈদের শপিং শেষ হয়নি তারা আজ রাজধানীর নিউমার্কেট, চাঁদনিচক, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেট, ফরচুন শপিংমল, সেন্টার পয়েন্ট, নাভানা বেইলি স্টার, কর্ণফুলী গার্ডেন সিটি, শাহবাগের আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিংমলে কেনাকাটা করতে ভিড় জমিয়েছেন।

শেষ সময়ে কেনাকাটা করা চাকুরিজীবী নাসরিন আক্তার চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ অফিস থেকে ঈদের ছুটি পেলাম, অন্যদিকে শাশুড়ি ও শ্বশুর গ্রাম থেকে ঢাকায় এসেছেন, তাই আজ পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করতে শেষ করবো।

পরিবারের জন্য কেনাকাটা করতে নিউমার্কেটে আসা নওরিন খানম বলেন, শেষ দিনগুলোতে মানুষের চাপ তুলনামুলক বেশি থাকায় কিছুটা কষ্ট হয়। আরেকটি ঝামেলা, ঈদের এক্সক্লুসিভ পোশাকগুলো আগেই শেষ হয়ে যায়, পছন্দের মতো জিনিস তেমন খুঁজে পাওয়া যায় না। তবে অন্য দিনের তুলনায় শেষের দিকে একটু কম দামে ঈদের কেনাকাটা করা যায়।

রোজার শেষ দিকে সাধারণত পোশাকের দোকান থেকে জুতা ও প্রসাধনীর দোকানে বেশি ভিড় হয়। এছাড়া বিভিন্ন শপিংমলগুলোতে চলছে মেহেদি উৎসব। 

পোশাক বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পুরো রমজানে যে ব্যবসা হয়, তার অর্ধেকই ব্যবসা হয় সাতাশ রোজার পরে। এ সময় ক্রেতারা পোশাক দেখতে নয় কিনতে আসেন, ফলে রোজার শেষ সময়টা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শপিংমলের পাশাপাশি ঈদের শেষ মুহূর্ত রাজধানীর ফুটপাতেও বেশ জমজমাট। সাধারণ ক্রেতাদের আগমনে ব্যস্ত ফুটপাতের হকাররা।

ফুটপাতের একাধিক ব্যবসায়ীরা বলছেন, এই ঈদেই ভালো ব্যবসা হয়। রোজার শেষের দিকে বিক্রি বেশি হয়েছে। দোকানের চেয়ে ফুটাপাতে দাম খানিকটা কম থাকায় সব শ্রেণীর ক্রেতারা কেনাকাটা করছে। এছাড়া মানুষ বাড়ি যাওয়ার পথেও অনেক সময় কেনাকাটা করে।

ছবি- জাকির সবুজ