চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে চ্যানেল আই: সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

আর ক’দিন পরেই ঈদুল ফিতর। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৫ নাটক।

নাটকগুলোর প্রচার শুরু ঈদের আগের দিন থেকে। এ ধারাবাহিকতায় ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘পরের জায়গা পরের জমি’। এতে অভিনয় করেছেন সোমনা সোমা, শাহেদ আলী সুজন প্রমুখ। সাথে থাকছে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু সিরিজ’ এর ৮ পর্বের ধারাবাহিক ‘সৈয়দপরের সৈয়দ সাহেব’। এর প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে। শেষ হবে ঈদের সপ্তম দিন। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা২০ মিনিটে।

ঈদের দিন: নাটক ‘হারাধনের একটি বাগান’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। গল্প রাবেয়া খাতুন, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ২য় দিন: কমেডি নাটক ‘প্রশ্রয়’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা রুম্মান রশিদ খান, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, মেহজাবীন চৌধুরী, মিলি বাশার, অবিদ রেহান প্রমুখ।

নাটক ‘শুরুটা সুন্দর’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান অরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৩য় দিন: নাটক ‘বয়স একটি সংখ্যা’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, সারওয়াত আজাদ বৃষ্টি, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘এ্যারেঞ্জ ম্যারেজ’। রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাফা কবীর, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘স্টেশন’। রচনা ও পরিচালনায় তারেক রহমান। অভিনয়ে খায়রুল বাশার, সাফা কবীর প্রমুখ। নাটকটি দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘প্রিয় শুভ্রা’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে তানজিন তিশা, খায়রুল বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন: নাটক ‘চাইছি তোমার ভালোবাসা’। রচনা ও পরিচালনায় আদিত্য রুপু। অভিনয়ে জোভান, সালহা খানম নাদিয়া, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। নাটক ‘বরফ গলা গরম’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে চিত্রনায়ক রিয়াজ, জাকিয়া বারী মম, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: ‘হারানো বিজ্ঞপ্তি’। দিলরুবা রুবির রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাদেক সাব্বির। অভিনয়ে শ্যামল মাওলা, তমা মির্জা, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘ব্লাইন্ড স্পট’। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমী। অভিনয়ে সাফা কবির, ইফতেখার আহমেদ ফাহমী প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন: ‘ফরেইন গার্ল’। রচনা ও পরিচালনায় নাজমুল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, চমক, আবির, প্রীতম প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

ওদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘প্রেম কাহিনী’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে রিফাত চৌধুরী, সাদিয়া আয়মান, শাওন, জীবন, কচি খন্দকার প্রমুখ।