চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের দিনে চ্যানেল আই: তিন নাটক, এক টেলিফিল্ম ও এক সিনেমা

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো-

তারই ধারাবাহিকতায় ঈদের দিন চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা:
মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘টেলিভিশন’ দেখানো হবে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

টেলিফিল্ম:
‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ নামের টেলিছবিটি দেখানো হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে। রচনায় ফেরারী ফরহাদ ও পরিচালনায় রাশেদ বিপ্লব। অভিনয় করেছেন জাহিদ হাসান, ঈশানা, সোহেল খান, মুনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, স্বাধীন খসরু, পুতুল, ফারুক আহমেদ, মম মোর্শেদ প্রমুখ।

নাটক:
‘ক্রিস্টালের রাজহাঁস’ নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মূল গল্প রাবেয়া খাতুন। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত। অভিনয়ে মোশারফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।

এছাড়া ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের সাত দিনব্যাপী রয়েছে ৮ পর্বের নতুন ধারাবাহিক ‘রূপালী জ্যোৎস্নায়’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, তানজিকা আমীন, মৌটুসী, শ্যামল মাওলা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।