চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের আগেই উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের আশ্বাস

ঈদের আগেই উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি সভা শেষে তিনি জানিয়েছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশি পরিমাণ ইঞ্জিন, কোচ এবং টিকিট দিয়ে যাত্রীসেবা দেবে রেলওয়ে।

অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যায় সড়কের পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। বিশেষ করে দিনাজপুর, গাইবান্ধা এবং জামালপুরের অভ্যন্তরীণ বেশ কয়েকটি জায়গায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে ঈদ উল আযহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি শেষে তার বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক।

রেলের ঈদযাত্রা শুরু হবে ২৭ আগস্ট। তার আগে উত্তরাঞ্চলের রেললাইন স্বাভাবিক হবে কি না এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী আশার কথা শুনিয়েছেন।

গতবারের তুলনায় এবার ঈদে রেলবহরে বাড়বে কোচ এবং ইঞ্জিনের সংখ্যা।

স্বাভাবিকভাবেই তাই সময় মেনে ট্রেন পরিচালনার ব্যাপারে আশাবাদী রেলওয়ে। শুক্রবার সকাল ৮টায় কমলাপুরের ২৩টি কাউন্টারসহ এক যোগে দেশের সব বিভাগীয় স্টেশন থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। ফিরতি টিকিট পাওয়া যাবে ২৫ আগস্ট থেকে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: