চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদযাত্রার শেষ দিনেও বিভিন্ন টার্মিনালে উপচে পড়া ভিড়

ঈদের আনন্দযাত্রার শেষ দিনেও রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। মহাসড়কে দীর্ঘ যানজট না থাকায় স্বল্প সময়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে ঢাকাবাসী। দু’য়েকটি বাদে সব ট্রেনই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সময় মেনেই।

সড়কে দুর্ভোগের কারণে এবার ট্রেনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে তিল ধারণের ঠাঁই ছিল না। উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস এবং দক্ষিণবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়া বেশিরভাগই ট্রেন ছেড়েছে সময় মেনে।

তবে বাস টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের ভিড়। কর্মজীবী মানুষ শেষ দিকে এসে বাস স্বল্পতার কারণে কিছুটা ভোগান্তিতে পড়লেও ঈদে বাড়ি যাওয়ার আনন্দে তারা আত্মহারা।

সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রোববার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি যাত্রীদের সঙ্গেও কথা বলেন

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: