চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইসিতে আপিল করলেন ইমরান এইচ সরকার

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের হিড়িক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন প্রার্থী।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে।তা যাচাই-বাছাই শেষে ৩ দিন পর আপিল শুনানি করা হবে।

রোববার সারাদেশে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর বৈধতা পায় ২ হাজার ২৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র।

ঋণখেলাপী, কারাদণ্ডাদেশ,  হলফনামায় তথ্যের গরমিলের কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জামা দেওয়ার শেষ দিনে ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।