চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

করোনা ভ্যাকসিন নিয়ে ইসরায়েলের সঙ্গে যে চুক্তি করেছিলো ফিলিস্তিন কর্তৃপক্ষ , তা বাতিল করে দিয়েছে।

বিবিসি বলছে, ইসরায়েলের কাছ থেকে  ফাইজারের যে ভ্যাকসিন নেওয়ার কথা ছিলো তা মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে শিগগিরই। এ কারণে এই চুক্তি বাতিল করার কথা বলেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

চুক্তি অনুযায়ী ইসরায়েলের কাছ থেকে অন্তত দশ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিলো।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, তাদের শর্ত ছিলো যে, ভ্যাকসিনের মেয়াদ যেন জুলাই বা আগস্ট পর্যন্ত থাকে। কিন্তু যেসব ভ্যাকসিন এসেছে, তার মেয়াদ রয়েছে জুন পর্যন্ত।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন, এসব ভ্যাকসিন ব্যবহার করার মতো যথেষ্ট সময় নেই। ফলে আমরা তা গ্রহণ করিনি।

ভ্যাকসিন নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হয় ফিলিস্তিন সরকার।

সমালোচকরা দাবি করেন যে, ইসরায়েলের কাছ থেকে নেওয়া ভ্যাকসিন কার্যকর হবে না।