চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তেলের দাম বাড়বে, সৌদি যুবরাজের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে বিশ্বে অকল্পনীয়ভাবে তেলের দাম বেড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উত্তোলন ও পরিশোধন কোম্পানি সৌদি আরামকোর দুটি প্রধান স্থাপনায় ড্রোন হামলার ঘটনার পর থেকে সৌদি আরব ও ইরানের মধ্যে বেড়ে যাওয়া অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংস করে দেবে বলেও সাক্ষাৎকারে সতর্ক করেছেন সৌদি যুবরাজ।

মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগলে তা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে।

গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টার দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত সৌদি আরামকো’র আবক্বাইক্ব এবং খুরাইসে অবস্থিত দু’টি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় আগুন লেগে যায়।

আরামকোর শিল্পাঞ্চল নিরাপত্তা বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এবং সৌদি সরকার এই দাবি মানতে নারাজ। হামলার জন্য দেশ দু’টির সরকার ইরানকেই দায়ী করছে

বিবিসি জানায়, তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদির নেতা হিসেবে তার দায় আছে বলে মন্তব্য করেছেন যুবরাজ মোহাম্মদ। তবে ওই হত্যাকাণ্ডের নির্দেশ তিনি দেননি বলেও দাবি করেন।