চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইমরান আহমদ মন্ত্রী, ফজিলাতুন নেসা প্রতিমন্ত্রী

ইমরান আহমদকে মন্ত্রী এবং ফজিলাতুন নেসাকে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ইমরান আহমদকে মন্ত্রী এবং ফজিলাতুন নেসাকে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয় বলে তথ্য বিবরণীতে বলা হয়। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে বাসস জানায়।

এর আগে নতুন মন্ত্রী সভা গঠনের ৫ মাসের মাথায় ১৯ মে প্রথমবারের মতো পরিবর্তন আনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়, স্বপ্ন ভট্টাচার্য্য হন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। আর জুনাইদ আহমেদ পলককে রাখা হয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে।

এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।