চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইব্রা আবার এসি মিলানে

জ্‌লাতান ইব্রাহিমোভিচ কি তার পুরোনো ক্লাব এসি মিলানের পথে? ইতালির মিডিয়া দাবি করেছিল প্রাথমিক কথাবার্তাও পাকা। জল্পনাটা এমনই ছিল। হলোও তাই। ইব্রা আবার এসি মিলানে যোগ দিয়েছেন।

লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ইব্রাহিমোভিচ ছিলেন মুক্ত খেলোয়াড়। কিন্তু ৩৮ বছরের সাবেক সুইডিশ ফরোয়ার্ডকে নিতে সে রকম আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। সেই ফাঁকে তাকে দলে টেনে নেয় এসি মিলান।

আপাতত স্বল্প সময়ের জন্য ইব্রাকে দলে নিয়েছে মিলান। চলতি মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন তিনি। পরে অবস্থা বুঝে চুক্তির মেয়াদ বাড়তেও পারে।

এই মুহূর্তে ইতালিয়ান সিরি আতে এসি মিলানের হাল খুব খারাপ। তাই তারা চেষ্টা করে ইব্রাকে নেয়ার। শেষ পর্যন্ত সফলও হয়। এর আগে দুই বছর মিলানে খেলেছেন ইব্রা। ৮৫ ম্যাচ খেলে ৫৬টি গোল করেন। সেই সঙ্গে ২০১১ সালে এসি মিলানের হয়ে সিরি আ শিরোপাও জেতেন তিনি।

২০১১ সালের পর থেকে এসি মিলান দেশের কোনো বড় ট্রফিও জেতেনি। সেই খরা কাটাতে মেজর লিগ সকারে ভালো ফর্মে থাকা ইব্রার উপর ভরসা রাখল তারা। এখন সিরি আ’র লিগ তালিকায় ১১ নম্বর স্থানে মিলান। ১৭ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট তাদের।