চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইন্দোনেশিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া

মাদক চোরাচালানের অভিযোগে দুই অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, এমন নির্মম সাজা দেওয়া স্বাভাবিক কোনো ঘটনা নয়। অ্যানড্রিউ চেন ও মাইউরান সুকুমারানকে কারাগারে পুর্নবাসিত করা হয়েছিল। এক্ষেত্রে এই শাস্তি দেয়াটা ছিল খুবই অমানবিক ও অপ্রয়োজনীয়।

ব্রাজিলের নাগরিক রোড্রিগো গুলারটেকেও একই সাজা প্রদান করায় গভীর দু:খ প্রকাশ করেছেন দেশটির সরকার।

বুধবার মধ্যরাতে নুসাকামবাঙ্গান দ্বীপের কারাগারে দুই অস্ট্রেলিয়ান নাগরিক অ্যানড্রিউ চেন ও মাইউরান সুকুমারানসহ ৮ জনকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে শেষ মুহূর্তে ফিলিপাইনের একজন নারীর মৃতুদণ্ড পেছানো হয়েছে।

২০০৬ সালে গ্রেফতার হওয়া এই দুই অস্ট্রেলিয়ান নাগরিককে বাঁচানোর জন্য অস্ট্রেলিয়া একটি দীর্ঘ কূটনৈতিক প্রচরণা চালিয়েছিল। অভিযুক্তরা অস্ট্রেলিয়ার মাদক চালান দল ‘বালি নাইন’ এর সদস্য ছিল।

মাদক চোরাচালান বিষয়ক অপরাধের জন্য বিশ্বের মধ্যে সব থেকে কঠিন আইন প্রচলিত আছে ইন্দোনেশিয়ায়। দেশটির সরকার অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে মাদক বিষয়ে এতো কঠোর শাস্তি দিয়ে থাকে।