চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পে বহু হতাহত

এক সপ্তাহের ব্যবধানে ইন্দোনেশিয়ার লোম্বোক ও বালি দ্বীপে আবারও শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ৭ মাত্রার এ ভূমিকম্পে ধসে পড়েছে কয়েক হাজার বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধা ৬ টা ৪৬ মিনিটে লোম্বোক দ্বীপের উত্তর উপকূলে মাটির ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমে নিশ্চিত করেছে, ভূমিকম্পের সময় লোম্বকে অস্ট্রেলিয়ার স্বররাষ্ট্রমন্ত্রী পিটার ডটান ওই স্থানে ছিল।

পিটার বলেন, ভূমিকম্পের তীব্রতা এত প্রবল ছিল যে সবাই ভয় পেয়ে মাটিতে পড়ে গিয়েছিল।

এ ঘটনার পর ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা থেকে বলা হচ্ছে, প্রায় দেশি এবং বিদেশি মিলে ১০০০ হাজার পর্যটক দ্বীপে অবস্থান করছেন। অনেকে এরই মধ্যে ইন্দোনেশিয়া ছাড়ার জন্য এয়ারপোর্টে অবস্থান করছে।

বিবিসি জানিয়েছে, পর্যটন জনপ্রিয় লোম্বক এবং বালি দ্বীপে ৭০ লাখ মানুষ বসবাস করে। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী পর্যটনের উদ্দেশ্যে এখানে ঘুরতে আসে।