চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইনিয়েস্তার পথ ধরে জাপানে তোরেস

বার্সেলোনা ছেড়ে কয়েকদিন আগেই জাপানের ক্লাব নাম লিখিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। জাতীয় দলের সতীর্থকে অনুসরণ করলেন ফার্নান্ডো তোরেস। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জাপানি ক্লাব সাগান টোসুতে সই করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়ান লিগ-এ এবং মার্কিন সকার লিগ-এমএলএসে যেতে পারেন তোরেস। তবে সিডনি এফসি বা শিকাগো ফায়ারকে বাদ দিয়ে সাগান টোসুতেই গেলেন লিভারপুল ও চেলসির সাবেক এই তারকা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এক বিবৃতিতে ৩৪ বছরের তোরেস বলেছেন, ‘জাপানের সাগান টোসু হবে আমার নতুন ক্লাব। গতকাল (সোমবার) আমরা চুক্তি সই করেছি। আমার প্রতি আগ্রহ দেখানোর ক্লাবগুলোর মধ্য সাগানই একনম্বর। আমি তাদের আগ্রহ দেখেই রাজি হয়েছি।’

চলতি মাসেই সাগানের হয়ে অভিষেক হতে পারে তোরেসের, ‘আশা করি ২১ জুলাই আমার অভিষেক হতে পারে।’

তোরেসের আগে জাপানের আরেজ ক্লাব ভিসেল কোবিতে সই করেন ইনিয়েস্তা।

স্পেনের হয়ে ২০১০ ফিফা বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো শিরোপা জেতেন তোরেস। স্প্যানিশ জার্সিতে ১১০ ম্যাচে গোল করেছেন ৩৮টি।