চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইতালি মূলপর্বে, নরওয়েতে অপেক্ষা বাড়ল স্পেনের

ইউরো ২০২০-এর মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ইতালি। আর নরওয়ের সাথে ড্র করে অপেক্ষা বেড়েছে স্পেনের।

শনিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে গ্রিসকে ২-০ গোলে হারায় ইতালি। একই রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্পেন।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৩ মিনিটে লিড নেয় আজ্জুরিরা। স্বাগতিকদের স্পটকিকে এগিয়ে দেন জর্জিনহো। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বের্নার্দোস্কি।

এই জয়ে ৭ ম্যাচের সবকটি জিতে গ্রুপের শীর্ষে থাকা ইতালির পয়েন্ট ২১। ফিনল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে।

একই রাতে দারুণ খেলেও নরওয়ের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে স্পেন। এদিন স্প্যানিশদের হয়ে ইকার ক্যাসিয়াসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন অধিনায়ক সার্জিও রামোস, তার নামের পাশে এখন ১৬৮ ম্যাচ।

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে স্পেনকে এগিয়ে নেন সাউল নিগুয়েজ। আর যোগ করা সময়ে স্পটকিকে স্বাগতিকদের সমতায় ফেরান জশুয়া কিং।

ড্রয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্টে গ্রুপের শীর্ষেই থাকল স্পেন। সমান ম্যাচে ১৪ পয়েন্টে দুইয়ে সুইডেন। ১৩ পয়েন্ট নিয়ে তিনে রোমানিয়া, ১০ পয়েন্টে চারে নরওয়ে।