চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউরোপিয়ান সোনার বুট: মেসিকে ধাওয়া করছেন যারা

ঘরোয়া লিগে নিজেদের ক্লাবকে সেরা করার সঙ্গে ব্যক্তিগত লড়াইয়েও রয়েছেন ইউরোপের তারকা ফুটবলাররা। মৌসুম শেষে সব লিগ মিলিয়ে শীর্ষ গোলদাতা পেয়ে যাবেন ইউরোপিয়ান সোনার বুট।

১৯৯৬-৯৭ মৌসুম থেকে লিগের মান অনুযায়ী একটি পয়েন্ট পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। সেরা পাঁচটি লিগের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়েছে দুই। ৬ থেকে ২১ নম্বর লিগের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ১.৫ এবং বাকি লিগগুলোর জন্য ১।

গত তিনবার এই পুরস্কার পেয়েছেন বার্সেলোনার ফুটবলাররা। দু’বার লিওনেল মেসি এবং একবার তার সতীর্থ লুইস সুয়ারেজ।

গত তিনবারের মতো এবারও এই বুটের অন্যতম দাবিদার বার্সার ফুটবলার। সুয়ারেজের চেয়ে এবার অনেক এগিয়ে অধিনায়ক মেসি। তবে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই আর্জেন্টাইন তারকা। পেছন থেকে এলএম টেনকে ধাওয়া করছেন আরও অন্তত চারজন।

লিওনেল মেসি (৩৩ গোল/পয়েন্ট ২) – ৬৬ পয়েন্ট
লা লিগায় এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনার অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজের থেকে ১২ গোল এগিয়ে তিনি। গত দু’বছর ইউরোপিয়ান সোনার বুট জিতেছেন আর্জেন্টিনা মহাতারকা। চলতি মৌসুম জিতলে হ্যাটট্রিক করবেন। লিগ প্রায় নিশ্চিত ফলে চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবে তাকে লিগের বাকি ম্যাচে নাও নামাতে পারে বার্সা।

কাইলিয়ান এমবাপে (৩০ গোল/পয়েন্ট ২) – ৬০ পয়েন্ট
শীর্ষে থাকা মেসিকে তাড়া করছেন দ্বিতীয় স্থানে থাকা তরুণ ফরাসি ফুটবলার কাইলিয়ান এমবাপে। ফরাসি লিগে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা পিএসজি তারকা। ইতিমধ্যেই ঘরোয়া লিগ জিতে নিয়েছে তার ক্লাব। বাকি ম্যাচগুলোতে গোল করে ব্যবধান বাড়াতে চান তিনি।

ফ্যাবিও কোয়াগলিয়ারেল্লা (২২ গোল/পয়েন্ট ২) – ৪৪ পয়েন্ট
তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও, তৃতীয় স্থানে রয়েছেন কোয়াগলিয়ারেল্লা। ইতালিয়ান লিগে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা সাম্পদোরিয়ার এ ফুটবলার। ইতালির বর্ষীয়ান এই ফুটবলার ইতিমধ্যেই ঘরোয়া লিগে পিছনে ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে। লিগের বাকি ম্যাচগুলোতে গোল পেতে তিনি মরিয়া।

এমবায়ে ডিয়াগনে (২৮ গোল/পয়েন্ট ১.৫) – ৪২ পয়েন্ট
তালিকায় বাকিদের থেকে কিছুটা অখ্যাত তিনি। তুরস্ক লিগে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা। সেনেগালের এই স্ট্রাইকার গ্যালাতাসারের হয়ে খেললেও, দলবদলের আগে তুরস্ক লিগের কাসিমাপাসার ফুটবলার ছিলেন। লিগে এখনও পাঁচটির ম্যাচ বাকি আছে। ফলে বাকি ম্যাচগুলিতে গোল পেয়ে এই তালিকায় শীর্ষে পৌঁছাতে চান তিনি।