চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের ইউনানের বিনিয়োগকারীরা

দারুণ বিনিয়োগ অবকাঠামো ও সরকারের শিল্পবান্ধব নানামুখী পদক্ষেপের কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠছে চীনের বিনিয়োগকারীরা। সম্প্রতি বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্সের আমন্ত্রণে ঢাকা ঘুরে গেছে চীনের ইউনান প্রদেশের কয়েকজন বিনিয়োগকারী।

ইউনান ওভারসিজ ফ্রেন্ডসশিপ কাউন্সিলের একদল বিনিয়োগকারী রাজধানীর দিলকুশাতে বাংলাদেশ-চীন চেম্বার কার্যালয় পরিদর্শনে এসে তাদের আগ্রহের কথা জানান। কৃষিসহ নানামুখী ক্ষুদ্র-মাঝারি শিল্পে তারা বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ উপযুক্ততা পেলে। ইউনান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিসেস ইয়ান ঝেন। কার্যালয় পরিদর্শনে এলে তাদের ফুল ও শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে স্বাগত জানান বাংলাদেশ-চীন চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট এবং সহ-সাধারণ সম্পাদক আল আমিন মৃধা।

চীনের ইউনান প্রদেশটি ভারতের অরুণাচল প্রদেশ অবস্থিত। চীনের এই প্রদেশটি পাহাড়ি এলাকা নিয়ে গঠিত, সেজন্য প্রদেশটিতে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা কঠিন হলেও তারা পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটিয়েছে। বর্তমানে প্রদেশটির রাজধানী কুনমিং পরিবহনের কেন্দ্রবিন্দু।