চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেনের লাভিভ শহরে তীব্র যুদ্ধ

বিশাল বিস্ফোরণের শব্দে প্রতিনিয়তই প্রকম্পিত হচ্ছে ইউক্রেনের লাভিভ শহর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে উঠছে ধোঁয়া।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লাভিভ শহরকে যুদ্ধের প্রথম দিকে নিরাপদ ভাবা হলেও সে বাস্তবতা পাল্টে গেছে। লাভিভে হামলা চললেও যুদ্ধের প্রাথমিক ধাপ শেষ হয়েছে বলে মনে করছে ক্রেমলিন।

মস্কোর দাবি, এবার শুধু ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের স্বাধীনতা নিশ্চিত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী।

তবে পশ্চিমারা বলছে, প্রথম ধাপের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণায় রাশিয়ার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাদের মতে, মস্কোর যুদ্ধের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে।

ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণে চোখ ছিলো অনেকের। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন, এই যুদ্ধ অনেক দীর্ঘ হবে; দিন বা মাসে শেষ হওয়ার যুদ্ধ এটি নয়।