চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউক্রেনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

ইউক্রেনে পুরোদমে চলছে রাশিয়ার হামলা। এই বিপদে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। বলেছেন, তিনি এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউক্রেনের মানুষের অধিকার রক্ষায় সাধ্যমত চেষ্টা করবেন।

ইনস্টাগ্রামে এক বিবৃতি শেয়ার করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে তিনি লিখেছেন, ইউক্রেনের জনগণের জন্য প্রার্থনা করছেন তিনি। আরও লিখেছেন, ‘জাতিসংঘ শরণার্থী সংস্থার সহকর্মীদের সঙ্গে মিলে সরনার্থীদের মানবাধিকার রক্ষায় সম্ভাব্য সব করবো। আমার ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির খবর পেয়েছি এবং জানতে পেরেছি ‘

অভিনেত্রী আরও বলেন, ‘কী হতে চলেছে, তা বলার সময় এখনও আসেনি। তবে ইউক্রেনের জনগণের সাথে আইনের আন্তর্জাতিক শাসনের নামে বাড়াবাড়ি করা যাবে না।’

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানায়।

আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় দিন চলছে।