চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউএমসি জুট মিলের জিএম অবরুদ্ধ

বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি

নরসিংদীর ইউএমসি জুট মিলের কর্মকর্তাদের ৪ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে জিএম অফিস ঘেরাও করে জিএমকে অবরুদ্ধ করেছে কর্মকর্তারা। এর পাশাপাশি কর্মবিরতি পালন করেছে তারা।

বুধবার সকাল ১০টার দিকে ইউএমসি জুট মিলের জিএম গাজী শাহাদাৎ হোসেন তার অফিস কক্ষে আসলে ১১টা থেকে বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি ইউএমসি শাখার ৮৯ জন কর্মকর্তা কর্মবিরতি ঘোষণা করে এবং জিএম অফিস ঘেরাও করে জিএমকে অবরুদ্ধ করে রাখেন।

দুপুর ২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি ও ঘেরাও কর্মসূচি ।

এ সময় বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি (বাপাশিকস) ইউমসি শাখার সভাপতি শ.ম.নেজামুল হক ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ফারুক জানান: গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমাদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। তারপর ঈদের উৎসব বোনাস। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত আমরা আমাদের বকেয়া বেতনের জন্য অপেক্ষা করবো।

তারা বলেন: আগামীকাল যদি আমাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দেয়া হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি দেয়া হবে। এ বিষয়ে সরকার ও বিজেএমসি’র সুদৃষ্টি কামনা করছি।