চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আয়নাবাজি’ পাইরেসির অভিযোগে আরো একজন গ্রেফতার

‘আয়নাবাজি’ পাইরেসির অভিযোগে আরো একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট। এ নিয়ে পাইরেসির অভিযোগে তিনজন গ্রেফতার হলো।

বুধবার রাতে বাড্ডার একটি বাড়ি থেকে আতিকুর রহমান অভি নামে একজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইউনিট। এসময় তার কাছ থেকে দুটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।

এরআগে অনলাইনে বেআইনিভাবে আপলোডের দায়ে জড়িত দু’জনকে আইসিটি ধারা ৬৮, ৬৯ (২) এবং সামাজিক মাধ্যম ধারা ৫৭, আইনের আওতায় ‘আয়নাবাজি’ পাইরেসির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে।

অায়নাবাজি পাইরেসি বন্ধের জন্য সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে লাইভে দেয়া কয়েকটি প্রোফাইল সনাক্ত করেছে এবং যেসব ওয়েবসাইট এ উক্ত সিনেমার কপি আপলোড করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

‘আয়নাবাজি’ চলচ্চিত্র নিয়ে উপরোক্ত বিষয়ে (Facebook Live/Website Upload) কারো কোন তথ্য জানা থাকলে- [email protected] এই ইমেইলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।