চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আড়াই হাজার প্রেক্ষাগৃহে শহীদ কাপুরের ‘কবীর সিং’

ভারতের প্রায় আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেল শহীদ কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কবীর সিং’। ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করতে পারে প্রায় পনেরো কোটির মতো!

দক্ষিণী নির্মাতা সন্দীপ ভাঙ্গা পরিচালিত তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবীর সিং’। মুক্তির প্রথম দিনে ‘কবীর সিং’-এর ভালো আয়ের মূল কারণ হিসেবে বিশ্লষকরা ধারণা করছেন, মূলত ঈদে মুক্তি প্রাপ্ত সালমানের ‘ভারত’-এর পর এখন পর্যন্ত আর কোনো ছবি মুক্তি পায়নি।

ফলে ‘কবীর সিং এর প্রতি দর্শকদের আলাদা একটা আকর্ষণ রয়েছে। সেই সাথে ছবিটিতে রোমান্স, অ্যাকশন ও একদম অন্য রকম একটি চরিত্রে শহীদ কাপুরকে দেখার একটা আগ্রহ দর্শকের রয়েছে।

বিশেষ করে ছবির ট্রেলার মুক্তির পর ছবিটি নিয়ে আগ্রহী হয়ে উঠেন বলিউডের দর্শক। সেসময় প্রচুর প্রশংসা কুড়িয়েছে কবীর সিং চরিত্রে শহীদের অভিনয়।

ছবির কাহিনী একজন ব্যর্থ প্রেমিককে নিয়ে। যার নাম কবীর সিং। যিনি প্রেমে ব্যর্থ হয়েই ডুবে যায় মদের নেশায়। তবে কবীর সিং পেশায় একজন সার্জন। একজন দায়িত্বশীল চিকিৎসক হলেও সে মদের নেশায় নিজেকে ক্রমেই ধ্বংস করে চলে। এসব ঘটনাকে ঘিরেই চলতে থাকে ছবির কাহিনী।

মূলত তেলেগু ভাষায় নির্মিত ‘অর্জুন রেড্ডি’ সিনেমা হিট হওয়ার ফলেই পরিচালক সন্দীপ ভাঙ্গা হিন্দীতে এর রিমেক করার সিদ্ধান্ত নেন। এই ছবিতে শহীদের বিপরীতে অভিনয় করেছেন ‘এম এস ধোনি’ খ্যাত বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

এখন দেখার বিষয়, আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিন ও সপ্তাহ শেষে এর আয় কত দাঁড়ায়!