চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আলো দেখানো আনসার মিজান

রোববার সন্ধ্যা সাতটা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় স্বভাবতই সড়কগুলো ব্যস্ত। শাহবাগ মোড়ে বিকেল থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন পঞ্চাশোর্ধ এক অন্ধ নারী। যাবেন সাভার। কিন্তু কোন বাসেই উঠতে পারছিলেন না তিনি। কেউই তাকে দায়িত্ব নিয়ে বাসে উঠতে সহায়তা করেননি। ওদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা।

দুর থেকে তা লক্ষ্য করেন শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করা আনসার সদস্য মিজান। তিনি বৃদ্ধার কাছে যান। সিগনাল পড়লে তার হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিদ্যালয় প্রান্ত থেকে শিশুপার্ক প্রান্তে নিয়ে আসেন। সাভারগামী একটা বাসে তুলে দিয়ে তার আসন নিশ্চিত করে দিয়ে আবার দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে যান মিজান।

ওই মোড়েই থাকা এই প্রতিবেদক বিষয়টি খেয়াল করেন পুরোটা তার মোবাইলে ধারণ করেন।

এরপর সেই বাসে উঠে কোহিনুর নামের অন্ধ সেই নারীর সঙ্গে কথা বললে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: বিকেল থেকে এখানে দাঁড়িয়ে আছি। বাসওয়ালারা নিল না। কেউ সাহায্যও করলো না। ওই আনসার বাবা না থাকলে আমি হয়তো বাসেই উঠতে পারতাম না।

“তার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ তার অনেক ভালো করুক।”

এই নারীর গ্রামের বাড়ি মাদারীপুরে। দুপুরের দিকে একটি কাজে এসেছিলেন শাহবাগের আজিজ মার্কেটে।

মিজানের সঙ্গে কথা বললে তিনি জানান শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রনে সহায়তাকারী হিসেবে কাজ করেন তিনি। তার সামনে প্রতিবন্ধী কেউ পড়লে এভাবেই সহায়তা করেন।

ছবি: সাখাওয়াত আল আমিন