চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আর কোনো শিক্ষার্থী এমন নৃশংসতার শিকার হবে না, প্রত্যাশা আদালতের

নুসরাত হত্যা মামলার রায়ে পর্যবেক্ষণ

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জন আসামির সবাইকে প্রাণদণ্ড দিয়ে আদালত প্রত্যাশা করেছেন, এই রায়ের পর আর কোনো শিক্ষার্থী এমন নৃশংসতার শিকার হবে না।

বৃহস্পতিবার হত্যা মামলার সংক্ষিপ্ত রায় পড়ে এ কথা বলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুুর রশিদ।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নুসরাত একজন সাহসী নারী ছিলেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। আসামিরা যে অপরাধ করেছে তার জন্য মৃত্যুদণ্ডই তাদের সবার প্রাপ্য।

এছাড়া এই হত্যার ঘটনার পেছনের বিভিন্ন তথ্য বের করে আনার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান বিচারক।

বৃহস্পতিবারের রায়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামির সবার মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রায়ে সন্তোষ প্রকাশ করে নুসরাতের পরিবার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে। রায়ের পর নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে পরিবার।

তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ।