চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরো গতির ঝড়ে পড়বে ভারত

সফরের প্রথম টেস্টে সাউথ আফ্রিকান বোলারদের পেস-বাউন্সের সামনে দিশেহারা হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় টেস্টে ভারত আরো বেশি গতিঝড়ের মুখে পড়তে পারে বলে ইঙ্গিত মিলছে।

প্রথম টেস্টে দুই ইনিংসে ২০৯ ও ১৩৫ রানে অলআউট হয় ভারত। পুরো একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও পাঁচদিনের টেস্ট একদিন বাকি থাকতেই ৭২ রানে হারে সফরকারীরা।

আগামী শনিবার সেঞ্চুরিয়ানে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সুপারস্পোর্টস পার্কের গ্রাউন্ডসম্যান ব্রায়ান ব্লয় জানাচ্ছেন, প্রোটিয়া দলের চাওয়া অনুযায়ী এই পিচে আরো বেশি গতি ও বাউন্স থাকবে।

‘সাম্প্রতিক তাপদাহের কারণে পিচ প্রস্তুতিতে বেশ কষ্ট হচ্ছে। তবে স্বাগতিকদের চাওয়া অনুযায়ী গতি ও বাউন্সি পিচ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। আমাদের লক্ষ্য হল এমন একটি পিচ তৈরি করা, যা সকালে বোলারদের কিছুটা সুবিধা দেবে এবং পরে ব্যাটসম্যানদেরও।’

তাপের কারণে কিছুটা সমস্যা হলেও ব্লয় বলছেন, ‘প্রচুর গতি ও বাউন্সের সঙ্গে সুইংও পাবে বোলাররা।’

ব্লয়ের এমন খবরে খুশি সাউথ আফ্রিকান কোচ ওটিস গিবসন। ক্যারিবীয় কোচ বলেছেন, ‘যখন আপনি নিজের দেশে খেলবেন, তখন তো আলাদা শক্তিতে খেলবেন এবং এই মুহূর্তে আমাদের বেশ কিছু উঁচুমানের ফাস্ট বোলার রয়েছে। আমি নিজেও খুব বেশি ফাস্ট বোলিং মতাদর্শের কোচ।’