চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আরআরআর’ দেখা যাবে জি ফাইভ ও নেটফ্লিক্সে

এসএস রাজমৌলীর ‘আরআরআর’-এর স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে জি ফাইভ ও নেটফ্লিক্স। বুধবার প্রযোজকরা জানিয়েছেন এই খবর।

‘আরআরআর’ ছবিটি প্রথমে সিনেমা হলে মুক্তি দেয়া হবে। এরপর তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় দেখা যাবে জি ফাইভে। হিন্দি, পর্তুগিজ, কোরিয়ান, তুর্কি ও স্প্যানিশ ভাষায় দেখা যাবে নেটফ্লিক্সে।

ছবিটির হিন্দি ভার্সনের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে জি নেটওয়ার্ক। স্টার ইন্ডিয়া কিনেছে তেলেগু, তামিল, মালয়ালম এবং কন্নড় ভার্সনের স্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া নেটওয়ার্ক।

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আরআরআর’।