চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমেরিকা ও কানাডা প্রবাসী বাঙালির আঙিনা কৃষি

পশ্চিমা দেশগুলোয় শেষ হয়ে আসছে মৌসুমী উষ্ণতা। এরই মধ্যে প্রবাসী বাঙালি আঙিনা কৃষকরা আবাদ করে নিয়েছেন নানারকমের ফল ফসল। শুধু কয়েক মাসের নয়, সারা বছরের চাহিদা পূরণ হয়েছে পরিবারগুলোর।

২০০১ সাল থেকে আমেরিকা প্রবাসী চিত্তরঞ্জন সিংহ। নিউইয়র্কের রিচমন্ড হিলে এই বাড়িতে উঠেছেন ২০০৬ সালে। তখন থেকেই শুরু বছরের উষ্ণ মাসগুলোর কৃষিচর্চা।

স্বামী-স্ত্রী দুজন মিলে মার্চ থেকে অক্টোবরে মেতে থাকেন সবজি ফসল ফলানোর আনন্দে।

একই চিত্র কানাডার টরেন্টোর স্কারবো এলাকার আনিসুল ইসলামের বাড়ির আঙিনার। গড়ে তুলেছেন এক টুকরো দেশি আবাদি ক্ষেত্র। ফলাচ্ছেন সব রকমের সবজি ফসল।

উষ্ণতা কমে আসছে এই এলাকাগুলোয়। আগামী অক্টোবর পর্যন্ত আবাদি ক্ষেতে থাকা যাবে, এমন আশা তাদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: