চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমি মানবাধিকারে বিশ্বাস করি: অ্যাঞ্জেলিনা জোলি

আফগানদের নিয়ে কথা বলতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। প্রথম পোস্টে অভিনেত্রী জানিয়েছেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার কারণ সম্পর্কে। দ্বিতীয় পোস্টে ‘ম্যালেফিশেন্ট’ তারকা কথা বলেছেন বিশ্বব্যাপী শরণার্থী সংকট প্রসঙ্গে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। ইনস্টাগ্রামে তিনি জাতিসংঘের একটি ছবি শেয়ার করেছেন যেখানে সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমারের শরণার্থী বিষয়ক তথ্য দেখানো হয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শরণার্থীদের নিয়ে কাজ শুরু করেছিলাম কারণ আমি মানবাধিকারে বিশ্বাস করি। দয়ার কারণে নয়, নিরীহ মানুষগুলোর প্রতি শ্রদ্ধার কারণে। এত বৈষম্য ও অবিচারের মাঝেও তারা টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

এর আগে ইনস্টাগ্রামের প্রথম পোস্টে জোলি লিখেছেন, ‘আফগানিস্তানের মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তভাবে নিজেদের মত প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। আমি ইনস্টাগ্রামে এসেছি তাদের গল্প বিশ্বকে জানাতে।’

ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলিনা জোলির ফলোয়ারের সংখ্যা ৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে। পিঙ্কভিলা