চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমিরের স্ত্রীর দশ সেকেন্ডের শর্ট ফিল্ম

সময় মাত্র দশ সেকেন্ড। আর এই দশ সেকেন্ডেই লুকিয়ে আছে একটি পুরো গল্প। এমনই কিছু দশ সেকেন্ডের শর্ট ফিল্ম তৈরি করেছেন আমির খানের স্ত্রী কিরণ রাও।

২০১০ সালে ‘ধোবি ঘাট’ নির্মাণ করেছিলেন কিরণ রাও। এছাড়াও পিপলি লাইভ, দিল্লি বেলি এবং তালাশের মতো দারুণ কিছু সিনেমা প্রযোজনা করেছেন কিরণ। সম্প্রতি তিনি ফেসবুক ইন্ডিয়ার জন্য দুটি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন। ১০ সেকেন্ড দৈর্ঘ্যের এই শর্ট ফিল্মগুলো আলোড়ন তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় শর্ট ফিল্ম দুটি শেয়ার করে আমির খান লিখেছেন, ‘কিরণ ১০ সেকেন্ডের ফিল্ম তৈরি করেছে। ১০ সেকেন্ডে যে একটা গল্প বলা যায়, সেটাই জানা ছিল না। ও সেটা আমাকে করে দেখাল।’

শর্ট ফিল্মগুলোতে দেখানো হয়েছে সামাজিক অসামঞ্জস্যতার গল্প এবং দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প।

আমির খান বর্তমানে ব্যস্ত আছেন ‘লাল সিং চাদ্দা’ সিনেমার কাজ নিয়ে। টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের হলিউডের সিনেমা ফরেস্ট গাম্প অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।