চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘আমরাই স্বাধীন করেছি বাংলাদেশ’

স্বাধীনতার ৪৮ বছরে লাল-সবুজের বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীরকন্যারা নানা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। বর্তমানে ১০ হাজার টাকা মাসিক ভাতা ছাড়াও অন্যান্য সুবিধাও পাচ্ছেন। তবে বীরকন্যাদের দাবি, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু মাথা গোঁজার ঠাঁই চান তারা। তেজগাঁও রেল কলোনীর বস্তিতে বসবাস করছেন একাওরের পাঁচজন বীরকন্যা। স্বাধীনতাযুদ্ধের এতগুলো বছর পর তারা কীভাবে জীবন-যাপন করছেন? ভবিষ্যতের বাংলাদেশ দেখতে কেমন হবে? এসবসহ নানা বিষয় নিয়ে সেই বীরকন্যাদের সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের।