চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমদানি নিষিদ্ধ উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরবাইক আটক

চট্টগ্রামে চোরাচালানের অভিযোগে উচ্চক্ষমতা সম্পন্ন নিষিদ্ধ দু’টি হার্লি-ডেভিডসন মোটরবাইক আটক করেছে শুল্ক গোয়েন্দা। মোটরসাইকেলগুলোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেলগুলো আটক করে শুল্ক গোয়েন্দার একটি দল।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: গত ৫ অক্টোবর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এ অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে পাথরঘাটা বাড়ির নিচতলার পার্কিংয়ে কালো রংয়ের একটি হার্লি ডেভিডসন মোটরবাইক (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো এ-১১২৮) এবং একটি রয়্যাল এনফিল্ড মোটরবািইক (ঢাকা মেট্রো-এ-০১১৭) দেখতে পাওয়া যায়। ওই মোটর বাইক দুটোর আমদানি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিলাদি দেখানোর জন্য অনুরোধ করা হলে বাড়ির মালিক ইমতিয়াজ হাবিব তা দেখাতে ব্যর্থ হন।

মোটরবাইকগুলোর আমদানি যোগ্যতা আরও যাচাইয়ের জন্য কাস্টমস গোডাউনে জমা করা হয়েছে জানিয়ে মইনুল খান বলেন: অনুসন্ধানে দেখা যায় রেজিস্ট্রেশন নম্বর ভূয়া। বিআরটিএ হতে প্রাপ্ত তথ্যে এটি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন: আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকা-পরিশিষ্ট-১ অনুযায়ী ১৫৫ সিসি’র উর্ধ্বে সকল মোটর সাইকেল আমদানি নিষিদ্ধ। কিন্তু উক্ত মোটরসাইকেল দুটোর সিসি যথাক্রমে ১৬৯০ সিসি এবং ৩৫০ সিসি। সে অনুযায়ী মোটর সাইকেল দুটো আমদানি নিষিদ্ধ। এ ধরনের মোটরবাইক কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারেন।

মইনুল খান বলেন: এত উচ্চক্ষমতা সম্পন্ন মোটরবাইক কেন ও কীভাবে আনা হয়েছে সে বিষয়ে অনুসন্ধান চলছে। মোটরবাইক ব্যবহারকারীদের সম্পর্কেও তথ্য নেয়া হচ্ছে। এগুলো চোরাচালানের মাধ্যমে অথবা অন্য কোন পণ্যের আড়ালে মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে।

তিনি জানান: মোটরসাইকেল দুটোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।