চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবাহনীর বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে বসুন্ধরা

ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস হেরেছিল আবাহনী লিমিটেডের কাছে। সেই আবাহনীকে স্বাধীনতা কাপের সেমিফাইনালে হারিয়ে মধুর প্রতিশোধই নিল কিংসরা।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকে। পরে অতিরিক্ত সময়েও একই ব্যবধান থাকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে আবাহনীকে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সোমবার শিরোপার মঞ্চে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধে বসুন্ধরার চেয়ে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল আবাহনীই। দ্বিতীয়ার্ধে হিসেব পাল্টে যায়।

প্রথমে এগিয়ে যায় বসুন্ধরা। ফরোয়ার্ড মতিনের গোলে এগিয়ে যায় দলটি। পরে ৮২তম মিনিটে সমতা ফেরায় আবাহনী। হেডে জালে বল জড়ান জায়ান্টদের হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট।

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। পরে অতিরিক্ত সময়ে কোনো দলই আর প্রতিপক্ষের জালমুখ খুলতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকার ভাগ্যে। সেখানে শেষ হাসি নবাগত কিংসদের।