চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আবার হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, ৪ খেলোয়াড় নিষিদ্ধ

বিশ্বকাপ বাছাইপর্ব

গত বছরের ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের ৫ মিনিট গড়াতেই গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে খেলাটি স্থগিত হয়ে গিয়েছিল। এবার ফিফা জানিয়েছে, স্থগিত হওয়া সেই ম্যাচ আবারো মাঠে গড়াবে।

স্থগিত হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর বিরুদ্ধে কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙ্গার অভিযোগ আগেই এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। এই চার ফুটবলারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

নিরাপত্তায় বিঘ্ন ও নির্দেশনা মানতে না পারায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অন্যদিকে কোভিড প্রোটকল ভঙ্গ করে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনকে করা হয়েছে ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা। একইসঙ্গে ম্যাচ স্থগিত হওয়ার শাস্তি হিসেবে দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হবে।

এদিকে টুইটারে ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ে।