চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারও লন্ডন হামলায় উদ্বিগ্ন আরিয়ানা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও লন্ডনে হামলা হওয়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের পপ গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে। নিজের টুইটার পেজে লিখেছেন, ‘প্রেয়িং ফর লন্ডন’। আর এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৬ জন এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

গত ২২ মে ম্যানচেস্টারে আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টের পর ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়। আর আহত হন অর্ধশতাধিক। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছেন আরিয়ানা।

এদিকে আজ রোববার ম্যানচেস্টারে আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টের পর ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহতদের সাহায্যর জন্য আবার ম্যানচেস্টারে বসতে যাচ্ছে বিশ্বের নামীদামী সব তারকা শিল্পী আর ব্যান্ডের কনসার্ট। এর আয়োজক আরিয়ানা নিজেই। আর তার পাশাপশি এখানে আরও অংশ নেবার কথা জাস্টিন বিবার, কেটি পেরি, কোল্ডপ্লে সহ আরও অনেক নামীদামী সঙ্গীত তারকা এবং ব্যান্ডগুলোর। সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা জানাতেই যেন এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তার আগে ঘটে যাওয়া আবারও এ ধরনের হামলায় তাই অন্য সবার মত উদ্বিগ্ন আরিয়ানাও। ডেকান ক্রনিকল।