চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবরারের মৃত্যুর ঘটনা হাইকোর্টের নজরে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহত হওয়ার ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ সকালে আবরারের নিহত হওয়ার ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন। এবং এ ঘটনার বিষয়ে ‘সুয়োমোটো’ রুল প্রার্থনা করেন।

তবে আদালত এই আইনজীবীকে বিষয়টি আবেদন আকারে আদালতে উপস্থাপন কর‍তে বলেন।

এরপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের কাছে এক ঘন্টার সময় চেয়ে এই সময়ের মধ্যে বিষয়টি আবেদন আকারে আদালতে উপস্থাপন অনুমতি চান এবং আদালত এতে সম্মতি দেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘১ ঘণ্টার মধ্যে আবেদন আকারে আবরারের বিষয়টি এই আদালতে নিয়ে আসব।’

মঙ্গলবার বাস চাপায় প্রাণ হারানো আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।