চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফিফের ব্যাটে রান আসছেই

সদ্যগত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল করতে পারেনি বাংলাদেশ। কিন্তু ব্যাটে-বলে দারুণ করেছেন আফিফ হোসেন ধ্রুব। আইসিসির সেরা উদীয়মানের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। ফিরে ঘরোয়া ক্রিকেটেও ব্যাটে রান আসছে এ তরুণ অলরাউন্ডারের।

সোমবার প্রিমিয়ার লিগের শুরুর দিনে প্রাইম দোলেশ্বরের ৭ উইকেটে জমানো ১৮৮ রানের জবাবে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলের জয়ে আফিফ তুলে নিয়েছেন ফিফটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মার্শাল আইয়ুবের ফিফটিতে পৌনে দুইশর সংগ্রহ গড়ে প্রাইম দোলেশ্বর। মার্শাল ৩ চার ও ২ ছয়ে ৯৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। শাহানুর রহমান করেন ৩২ রান।

শাইনপুকুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সুজন হাওলাদার ও শুভাগত হোম। আফিফকে বোলিংয়ে আনেননি অধিনায়ক।

মূর্তিকারিগর

জবাব দিতে নেমে শাইনপুকুরের শুরুটা ভাল হয়নি। সাদমান ইসলাম (৩) ও সজীব হোসেন (৯) দ্রুত ফিরে যান। তবে ওপেনিংয়ে সাব্বির হোসেন ৪১ করে ম্যাচ হাতেই রাখেন।

বাকি কাজটুকু সারেন আফিফ ও শুভাগত হোম। ম্যাচসেরা শুভাগত ৭৬ বলে ৫৮ রানে ফেরেন। সেখানে আফিফের নামের পাশে ৪৬ বলে ৫৬ রান, ৬ চার ও ২ ছক্কায় সাজানো।