চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। এতে অন্তত চারজন বন্দুকধারী নিহত হয়েছে।

বিবিসি জানায়, রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় আফগানিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী নিহত হয়।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। যদিও সেসময় বাড়িতে ছিলেন না বিসমিল্লাহ খান মোহাম্মদি।

হামলার পর ওই বাড়িতে থাকা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় আইন শৃঙ্খলাবাহিনী।

ঘটনার পর এক টুইট বার্তায় মোহাম্মদি বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘তালেবান জঙ্গিগোষ্ঠীর হামলা’ বলে মন্তব্য করেছে।

আফগানিস্তানের বাহিনীর সাথে যখন তালেবানের তুমুল লড়াই চলছে। তারই মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হলো।