চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগান নির্বাচনে দুই প্রার্থীর পাল্টাপাল্টি বিজয় দাবি

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থী আশরাফ গনি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ পাল্টাপাল্টি বিজয় দাবি করেছেন।

এই দু’জন ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ক্ষমতা ভাগাভাগি করে দেশ চালাচ্ছেন।

বিবিসি জানায়, দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে নিজেকে বিজয়ী দাবি করেছেন। এর আগে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির সহযোগী আমরুল্লাহ সালেহ সংবাদমাধ্যমে ৬০ থেকে ৭০ শতাংশ ভোটে নিজ প্রার্থীকে বিজয়ী দাবি করেন।

তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে নিজেদের বিজয়ী দাবি না করতে প্রার্থীদের নির্দেশ দিয়েছে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন তিন সপ্তাহ পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

মোট রেজিস্টার্ড ভোটারদের মাত্র ২৫ শতাংশ অংশ নিয়েছিলেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে। আগে থেকেই তালেবানের পক্ষ থেকে নাশকতার হুমকি থাকায় এবং বেশ কিছু এলাকার ভোটকেন্দ্রে হামলা হওয়ায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও ভোটারের উপস্থিতি কম ছিল।