চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগান অধিনায়ক বলছেন, সাকিবকে ক্রেডিট দিতেই হবে

সাউদাম্পটন থেকে: এক ম্যাচ আগেই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের সঙ্গে দুর্দান্ত লড়াই আফগানিস্তানকে দিয়েছিল আত্মবিশ্বাস। একই মাঠে একই উইকেটে সেটি রসদ হয়ে জ্বলেনি সাকিব আল হাসানের উড়ন্ত পারফরম্যান্সে। ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে দুদলের মাঝে বড় ব্যবধান গড়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কাগজে কলমে যেটি ৬২ রানের জয়।

বাংলাদেশকে হারানোর মিশনে ব্যর্থ হয়ে আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের হতাশা ফুটে উঠল চোখে-মুখে। সময়মত সংবাদ সম্মেলন কক্ষেও আসতে পারলেন না!

নিয়ম অনুযায়ী হেরে যাওয়া দলের প্রতিনিধি আগে আসেন মিডিয়া সামলাতে। জয়ী দলের ‘নায়ক’ সাকিব এসে হাজির অথচ আফগান অধিনায়কের আসার নাম নেই! সবাইকে খানিকক্ষণ অপেক্ষায় রেখে এসে জানালেন, সাকিবের পারফরম্যান্স গড়ে দিয়েছে মূল ফারাক।

‘সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার এবং খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে উইকেটে এসে সময় নিয়েছে এবং ভালো ব্যাটিং করেছে। পরিকল্পনা বাস্তবায়নে দারুণভাবে সফল হয়েছে। বাংলাদেশের অন্য বোলাররা খুব টার্ন পাচ্ছিল না। তবে সে(সাকিব) জায়গামত বোলিং করেছে, উইকেট পেয়েছে। তাকে ক্রেডিট দেয়া উচিত। আমাদের কিছু ব্যাটসম্যান সরাসরি ফিল্ডারের হাতে কাচ দিয়েছে। মন্থর উইকেট ছিল। কিন্তু এই রান (২৬২) তাড়া করে জেতার মতো ছিল।’

‘শুরুটা (ব্যাটিংয়ে) ভালো হয়েছিল। তবে একাধিক মিস ও বাজে ফিল্ডিংয়ে আমরা ৩০-৩৫ রান বেশি দিয়ে দিয়েছি।’