চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগানিস্তানে দুইটি পৃথক তালেবানি হামলায় বহু হতাহত

আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুধারীর গুলির দুইটি পৃথক ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। দেশটির নিরাপত্তা রক্ষাকারীবাহিনীকে লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই দুই হামলা দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে তালেবান ‍মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে এই দুই ঘটনায় অন্তত ১৬জন নিহত হয়েছে এবং ৪০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম হামলাটি হয় দক্ষিণ কাবুলের পুলিশ ভবনে। সেখানকার পেছনের একটি দেয়ালের সাথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঠেকিয়ে রাখা হয়। পরে সেখানে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধ শুরু হয়, যা কয়েক ঘন্টা ধরে চলে। এই যুদ্ধের আগে তালেবান সন্ত্রাসীরা তাদেরকে বিল্ডিংয়ের মধ্যে সুরক্ষিত করে ফেলে বলে পুলিশ জানায়।

আত্মঘাতী হামলাটি হয় কাবুলের কেন্দ্রীয় গোয়েন্দা ভবনের মূল গেটের সামনে। সেখানে একজন নিজেকে বিস্ফোরিত করে। এতে ওই ভবনের একজন গার্ড সদস্য ঘটনাস্থলেই মারা যান, আহত হন কয়েকজন। বোমা বহনকারী ব্যক্তির কাছে বন্দুকও ছিলো। তিনি ভিতরে ঢোকার চেষ্টা করলে তাকে গেট সম্মুখে বাঁধা দেয়া হয়েছিলো বলে পুলিশ জানায়।

এ ঘটনার সময় কাছেই ক্রিকেট খেলছিলেন শহিদুল্লাহ নামের ২০ বছর বয়সী এক যুবক। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিকট শব্দ শুনে আমরা মাঠ ছেড়ে জীবন বাঁচাতে দৌড়ে পালাই।

এই মাসে কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর আগে সুপ্রিমকোর্টের সামনে ঘটা এক আত্মঘাতী বিস্ফোরণে নারী ও শিশুসহ ২২ জন প্রাণ হারায়। ইসলামিক স্টেট (আইএস) ওই ঘটনার দায় স্বীকার করেছিলো।