চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগানিস্তানের তথ্যমন্ত্রীর বাসভবনে জঙ্গি হামলা, নিহত ১

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির তথ্যমন্ত্রীর বাসভবনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। ওই ঘটনায় একজন হামলাকারী নিহত হয়েছে। এতে আহত হয় আরও ছয়জন।

শনিবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অন্তত তিনজন হামলায় অংশ নেয়। তাদের মধ্যে একজন বাসভবনের ভিতরে প্রবেশ করে বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

হামলাকারীদের মধ্যে একজন বিস্ফোরক দ্রব্য ভবনটির ভেতরে ছুড়ে মারে। তবে তাদের মধ্যে একজন পুলিশের গুলিতে নিহত হয়।

দেশটির সরকারের সঙ্গে তালেবানের আলোচনা বাতিল হওয়ার ঠিক একদিন পরই এ হামলার ঘটনা ঘটলো। যদিও এ হামলার কথা অস্বীকার করেছে দেশটির তালেবানের মুখপাত্র।

তবে জঙ্গি সংঘটন আইএস কাবুলে কয়েকটি আত্মঘাতী হামলা চালালেও এই ঘটনায় এখনো দায় স্বীকার করেনি।

ওই ঘটনার পরে ভবনে থাকা সবাইকে সরিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ছয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হামলা হওয়া ওই ভবনটি রাজধানীর কাবুলে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। ভবনটির পাশেই দেশটির প্রেসিডেন্টের বাসভবনসহ, অন্যান্য মন্ত্রীদের বাসভবন ও জনপ্রিয় হোটেলও রয়েছে।ভবনটি ১৮ তলা বিশিষ্ট এবং কাবুলের সুউচ্চ ভবনের মধ্যে অন্যতম।